আতাউর রহমান মিন্টু, গফরগাঁও (ময়মনসিংহ): গফরগাঁওয়ের পাগলা থানার পাঁচাহার গ্রামে আজ শুক্রবার সকালে মুনজুর মিয়া নামের এক ডাকাত সর্দারের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
ডাকাতির মালের ভাগ-বাটোয়ারা নিয়ে তার সঙ্গীরা তাকে জবাই করে খুন করতে পারে বলে ধারণা করছে পুলিশ।
পাগলা থানার ওসি চাঁন মিয়া জানান, সকালে পাঁচাহার গ্রামের বাবুবাজার এলাকায় বারইহাটি-গয়েশপুর সড়কের পাশের খালের মধ্যে হাত-পা বাঁধা লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। স্থানীয় লোকজন জানায় লাশটি ডাকাত সর্দার মুনজুর মিয়ার বলে সনাক্ত করে। এ নিয়ে পাগলা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরো জানায়, পাঁচাহার গ্রামের গিয়াস উদ্দিন বেপারীর পাঁচ ছেলের মধ্যে মুনজুর মিয়াসহ চার ছেলেই ডাকাতির সঙ্গে জড়িত। মুনজুরের দুই ভাই নূরুল ইসলাম ও শামিম সাম্প্রতিক সময়ে পাশের কাপাসিয়া উপজেলায় ডাকাতি করতে গিয়ে জনগণের হাতে ধরা পড়ে গণপিটুনিতে মারা যায়।
মুনজুর মিয়াকে হাত-পা বেঁধে মাথা, মুখমণ্ডল, পেটসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে ও পরে জবাই করে হত্যা করা হয়েছে। তার বিরুদ্ধে চারটি ডাকাতি মামলা রয়েছে।