প্রতিনিধি, বাগেরহাট: পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া খালে রোববার সকালে র্যাব সদস্যদের সাথে বন্দুকযুদ্ধে মজনু বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড মশিউর রহমান (৩২) নিহত হয়েছেন।
ওই এলাকায় তল্লাশি চালিয়ে ১১টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৪৫০ রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব।
র্যাব-৮ এর উপ-অধিনায়ক ও অপারেশন অফিসার মেজর আদনান কবির জানান, র্যাব-৮ এর একটি দল নিয়মিত টহল দেওয়ার সময় সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া খালে পৌঁছায়। এ সময়ে কাঁকড়া আহরণ ও মাছ শিকাররত জেলেদের দস্যুরা অপহরণের প্রস্তুতি নিচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে র্যাব সদস্যরা সুন্দরবনের গহীনে গেলে অতর্কিতে বনদস্যুরা র্যাবের উপর গুলিবর্ষণ শুরু করে। এ সময়ে র্যাবও পাল্টা গুলি ছুড়ে। প্রায় ঘন্টাব্যাপী এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এক পর্যায়ে বনদস্যুরা সুন্দরবনের গহীনে পালিয়ে গেলে র্যাব সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালায়। তখন এক বনদস্যুর গুলিবিদ্ধ লাশ ও ১১টি আগ্নেয়াস্ত্রসহ ৪৫০ রাউন্ড গুলি পাওয়া যায়। পরে স্থানীয় জেলেরা গুলিবিদ্ধ লাশ বনদস্যু মজনু বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড মশিউরের বলে সনাক্ত করে। নিহত মশিউরের বাড়ি সাতক্ষীরার তালা উপজেলায় বলে জানা গেছে।
মেজর আদনান আরো জানান, মজনু বাহিনী দীর্ঘ দিন ধরে সুন্দরবনের শ্যালাগাং, হারবাড়িয়া, শিবসা ও পশুর নদী এলাকায় বনজীবীদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল।
উদ্ধারকৃত মালামালের মধ্যে দুটি দোনলা বন্দুক, তিনটি কাটা একনলা বন্দুক, দুটি একনলা বন্দুক, তিনটি এলজি, একটি এয়ার রাইফেল, গুলি, ধারালো অস্ত্র ও অন্যান্য সামগ্রী রয়েছে। মশিউরের মৃতদেহ ও উদ্ধারকৃত সামগ্রী মংলা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় র্যাব কর্মকর্তা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।