হাকিম বাবুল, শেরপুর: নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা সীমান্তের কালাপানি এলাকার পাহাড় থেকে মঙ্গলবার আরও ৫ হাজার ২৫৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব।
এনিয়ে দুই দিনে ওই পাহাড়ি টিলার মাটির নিচ থেকে ৪৮ হাজার ২৫৭ রাউন্ড গুলি ও ৬০টি অস্ত্র উদ্ধার হয়েছে।
উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে বিমান বিধ্বংসী কামানের গুলি, মেশিনগান, পিস্তল ও বিভিন্ন ধরনের রইফেলের গুলি রয়েছে।
সোমবার ভোর ৩টা থেকে র্যাব-৫ ও র্যাবের ইন্টিলিজেন্স উইং ৩৩ ঘন্টার এ অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দানকারী র্যাব-৫ অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম মঙ্গলবার দুপুর দেড়টার দিকে জানান, বুরুঙ্গা সীমান্তে অস্ত্র উদ্ধার অভিযান দুপুর ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছে। এদিন আরও ৫ হাজার ২৫৭টি গুলি উদ্ধার করা হয়েছে, তবে নতুন করে আর কোনো অস্ত্র উদ্ধার হয়নি। অস্ত্র উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হলেও সেখানে র্যাবের টহল ও নজরদারি আরও কিছুদিন থাকবে।
অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় মঙ্গলবার র্যাবের পক্ষ থেকে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। র্যাব-৫ ডিএডি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মামুনুর রশীদ বাদী হয়ে নালিতাবাড়ী থানায় অস্ত্র আইনে মামলাটি দায়ের করেন বলে জানান নালিতাবাড়ী থানার ওসি ফসিহুর রহমান।
উদ্ধারকৃত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ঢাকায় সেনা অর্ডন্যান্স ডিপোতে পাঠানোর জন্য পুলিশের পক্ষ থেকে বিচারিক হাকিমের আদালতে অনুমতি চাওয়া হলে আদালত তা মঞ্জুর করেন বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ হোসেন।