স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): স্বামীর ওপর রাগ করে দুই শিশুপুত্রসহ বিষপানের পর এক শিশুসহ মারা গেছেন ঈশ্বরদীর এক নারী।
শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে ঈশ্বরদীর মুলাডুলি গ্রামের পাপিয়া খাতুন (২৮) তার কোলের ছেলে জীবন (১ বছর ৪ মাস) ও অারেক ছেলে ইমনকে (৪) বিষ খাইয়ে নিজেও বিষপান করেন। এতে পাপিয়া ও জীবনের মৃত্যু হয়। ইমনকে আশঙ্কাজনক অবস্থায় পাবনা হাসপাতলে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশনের লালপুরের হিসাব রক্ষক মিজানুর রহমান একই এলাকার পাপিয়া খাতুনের সাথে প্রেম করে বিয়ে করে। তাদের তিনটি পুত্র সন্তান রয়েছে। কন্যা সন্তান না হওয়ায় স্বামী মিজানের মধ্যে অসন্তোষ ছিল বলে জানা যায়। লালপুরে চাকুরির সূত্র ধরে ওই এলাকায় প্রাইমারি স্কুলের এক শিক্ষকের সাথে মিজানের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মিজান প্রেমিকাকে বিয়ে করার জন্য মরীয়া হয়ে উঠে। এ নিয়ে পাপিয়ার সাথে মিজানের ঝগড়াঝাটি হয়।এর জের ধরে পাপিয়া সন্তানদের নিয়ে বিষপান করে। ঘটনার পর হতে মিজানের খোন খোঁজ পাওয়া যাচ্ছে না।