ঝিনাইদহে ভারতের বিষাক্ত আম সুন্দরী বিক্রি হচ্ছে অবাধে

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ভারতীয় আম সুন্দরীতে সয়লাব হয়ে গেছে ঝিনাইদহের কমবেশি প্রতিটি ফলের দোকানে। হলুদের আভা এবং বোঁটার দিকে টকটকে লাল এই আম সহজেই ক্রেতাকে আকৃষ্ট করে। বিষাক্ত রাসায়নিক দিয়ে পাকানো এই আম দিনের পর দিন দোকানে থেকে গা কুঁচকে যাচ্ছে অথচ নষ্ট হচ্ছে না, এমন কি পঁচনও ধরছে না। এই আম মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর হলেও দেখার কেউ নেই। ঝিনাইদহের প্রায় প্রতিটি ফলের দোকানে এসব আম সাজিয়ে রাখা হয়েছে। রাসায়নিক দিয়ে ও কৃত্রিম উপায়ে আমগুলো পাকানো হয়েছে। লোকজন শুধু এর বাহ্যিক রূপ দেখে মুগ্ধ হচ্ছেন।

Sundori-Mango
ঝিনাইদহে ভারতের বিষাক্ত আম সুন্দরী বিক্রি হচ্ছে অবাধে

ভারতের মাদ্রাজ থেকে আসা এ আমের নামও আবার কোন কোন ফলব্যবসায়ী দিচ্ছেন গোপাল বাহার। আমাদের দেশীয় আম বাজার আসার আগেই এই সুন্দরী বাজারে আসায় কদরও একটু বেশি।

ব্যবসায়ীরা জানান, সাধারণত মৌসুম শুরুর আগ থেকে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাই পথে আসা ভারতীয় সুন্দরী আমে বাজার সয়লাব হয়ে যায়। এবারও তাই হয়েছে। দামও বেশ চড়া। ঝিনাইদহের বাজারে কেজি প্রতি আম বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৮০ টাকা দরে। সুন্দরী আমের ছবি তোলার সময় একজন ক্রেতা জানান, গতকাল বাজার থেকে ১কেজি আম ক্রয় করে বাসায় গিয়ে খাবার সময় দেখা যায় ভিতরে এখনো আমের আটি বাঁধেনি, খেতেও মিষ্টি না, আমের ভিতরে সাদা। ফলব্যবসায়ীরা জানান, আমরা জানি এগুলো মানবদেহের জন্য ক্ষতিকর তবু ব্যবসার খাতিরে বিক্রি করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.