কলাপাড়ায় অষ্টম শ্রেণির ছাত্রী অপহরণ, বাবা-ছেলে আটক

মিলন কর্মকার রাজু, (কলাপাড়া) পটুয়াখালী: কলাপাড়ার খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীকে (১৪) অপহরণ করেছে একদল বখাটে। বৃহস্পতিবার শেষ বিকালে বাসা থেকে স্কুলের কোচিং ক্লাসে যাওয়ার পথে এ অপহরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দাখিল করলে পুলিশ অভিযুক্ত ইয়ামিন (২৬) ও তার পিতা নুরুদ্দিনকে আটক করলেও অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করতে পারেনি।

অপহৃতের পিতা সাংবাদিকদের জানান, স্কুলের কোচিং ক্লাসে যাওয়ার পথে তাকে অপহরণ করা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দাখিল করায় আসামিরা অভিযোগ তুলে নেওয়ার জন্য তাদের হুমকি দিচ্ছে।

এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি জিএম শাহনেওয়াজ সাংবাদিকদের জানান, দুই জনকে আটক করা হয়েছে। ভিকটিমকে উদ্ধারসহ অপহরণে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.