
সাতক্ষীরা প্রতিনিধি: সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান, বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু এরা সবাই রাজাকার আর দেলওয়ার হোসেন সাঈদী মুক্তিযোদ্ধা ছিল বললেন ইমামের পরীক্ষা দিতে আসা হাফেজ শেখ আজমির হোসেন (৩০)। বক্তব্য শেষে মুসুল্লিদের গণধোলাই খেয়ে সবশেষে গেলেন শ্রীঘরে।
সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নের জোড়দিয়া শেখপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি শেখ আব্দুল মজিদ বলেন, শুক্রবার জুম্মার নামাজের মূল খুতবার আগে আলোচনা করতে বসে নতুন ইমামের মৌখিক পরীক্ষা দিতে আসা স্থানীয় লুৎফর রহমানের ছেলে হাফেজ শেখ আজমির হোসেন বক্তব্য দেওয়া শুরু করে। আলোচনায় পরীক্ষার্থী ইমাম বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান, বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু- এরা সবাই রাজাকার আর দেলওয়ার হোসেন সাঈদী মুক্তিযোদ্ধা ছিল’। মুসুল্লীরা এতে বাধ সেধে মূল খুতবা শুরু করে নামাজ শেষ করতে বলেন। নামাজ শেষে মুসুল্লীরা ওই বক্তব্য কেন দিল জানতে চাইলে ইমাম রাগস্বরে জানায় ‘যা বলেছি তা ঠিক বলেছি। আপনারা কি আমার বক্তব্য রেকর্ড করেছেন?’ মুসুল্লীরা এ ঘটনায় আজমিরকে আটকে রেখে সদর থানায় খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে।
উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান, বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু প্রত্যেকে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও যোদ্ধা।
সদর থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) এমদাদ হোসেন শেখ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আজমির আগে থেকেই সাতক্ষীরায় সহিংসতাকালীন সময়ে নাশকতা মামলার আসামি।