কলাপাড়ায় রাখাইন সম্প্রদায়ের অধিকার আদায় বিষয়ক এডভোকেসি সভা

মিলন কর্মকার রাজু, কলাপাড়া(পটুয়াখালী): সোমবার পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে “উপকূলীয় রাখাইন সম্প্রদায়ের অধিকার আদায়” বিষয়ক সচেতনতামূলক এডভোকেসি নেটওয়ার্কিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। কোডেক সিএলএস প্রকল্পের উদ্যোগে রাখাইন সমাজকল্যাণ সমিতি আয়োজিত ওয়ার্কশপে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার। বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, অধ্যক্ষ ড. শহীদুল ইসলাম বিশ্বাস, কোডেক প্রকল্প সমন্বয়কারী অর্চনা পাল।

????????????????????????????????????
প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার

প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় প্রকল্প কার্যক্রম উপস্থাপন করেন বরগুনা জেলা সমন্বয়কারী তানভীর ইসলাম। বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান এবিএম হুমায়ুন কবির, কেএম খালেকুজ্জামান, সৈয়দ মশিউর রহমান শিমু, প্রেসক্লাব সভাপতি মেজবাহউদ্দিন মাননু, এডভোকেট মজিবর রহমান চুন্নু, রাখাইন নেতা লুফ্রু মাস্টার, ট্যানথান বাবু, মংতেন তালুকদার প্রমুখ।

বক্তারা রাখাইনদের জমিজমা দখলসহ তাদেরকে বিভিন্ন ধরনের হয়রানি করার কথা উল্লেখ করে এর প্রতিকার দাবি করেন।

ওয়ার্কশপ থেকে জানা যায়, ১৯৪৮ সালে পটুয়াখালী জেলায় রাখাইনদের পাড়া ছিল ১৪৪টি। বর্তমানে ২৬টি বিদ্যমান আছে। বিলুপ্ত হয়েছে ১১৮টি। বরগুনায় রাখাইনদের পাড়া ছিল ৯৩টি। বর্তমানে ১৩টি বিদ্যমান। বিলুপ্ত হয়েছে ৮০টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.