আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা: সাতক্ষীরায় পিকআপের ভিতর বিশেষ কায়দায় বডি তৈরি করে ফেন্সিডিল পাচারের সময় দুই হাজার বোতল ফেন্সিডিল ও দুই ফেন্সিডিল পাচারকারীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন শহরের রসুলপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মেহেদী হাসান বাপ্পি (২৮) ও সদরের বৈকালি গ্রামের আবু তালেব মোড়লের ছেলে শরিফুল ইসলাম (২০)।
বৃহস্পতিবার ভোর ৫ টার সময় ভাদড়া মোড় থেকে পুলিশ পিকআপসহ তাদেরকে আটক করে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, রাতে ফেন্সিডিল পাচারকারীরা আগরদাড়ি ইউনিয়নের খলিলনগর মহিলা মাদ্রাসা থেকে পিকআপের ভিতর ফেন্সিডিল নিয়ে যাচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। পুলিশ তাদেরকে ধাওয়া করে ভাদড়া মোড়ে এসে আটক করে। এ সময় দুই ফেন্সিডিল পাচারকারী পিকআপ ও পিকআপের ভিতর বিশেষ কায়দায় রাখা দুই হাজার বোতল ফেন্সিডিলসহ আটক হয়।