নওগাঁ প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য মো. ইসরাফিল আলমকে জড়িয়ে অবমাননাকর লেখাসহ ছবি পোস্ট করার অভিযোগে মো. মিলন হোসেন (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মিলন উপজেলার আতাইকুলা গ্রামের মৃত ওসমান আলীর ছেলে ।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আব্দুল্লাহিল জামান জানান, এমডি মিলন ইসলাম নামের আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি ইসরাফিল আলমকে জড়িয়ে কটূক্তিকর লেখাসহ ছবি পোস্ট করার বিষয়টি বৃহস্পতিবার সকালে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ থানায় অবহিত করেন। বিষয়টি জানার পর প্রাথমিক অনুসন্ধান শেষে ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীদের সহযোগিতায় দুপুরে আতাইকুলা বিশ্ববাঁধ এলাকায় অভিযান চালিয়ে মিলনকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় রাণীনগর থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।