বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে চেতনানাশক প্রয়োগ করে একই পরিবারের পাঁচ জনকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ তিন লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে এ ঘটনায় অচেতন পাঁচ জনকে গুরুতর অসুস্থ অবস্থায় চিতলমারী থানা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘনটাস্থল ও স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেছেন। মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা কৌশলে চর শৈলদাহ গ্রামে সৌদি প্রবাসী মুকুল শেখের বাড়িতে খাবারে চেতনানাশক মিশিয়ে দেয়। ওই খাবার খেয়ে মুকুলের মা শুকুরুন্নেছা (৬০), স্ত্রী শাহানারা বেগম (৩৮), কন্যা মিতু আক্তার (২০), ছেলে রমিম শেখ (১৩) ও নাইম শেখ (১০) অচেতন হয়ে পড়ে। এ সুযোগে ঘরের গ্রিল কেটে দুর্বৃত্তরা নগদ দুই লাখ টাকা, স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। সকালে প্রতিবেশীরা অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। এ ব্যাপারে চিতলমারী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।