হাকিম বাবুল, শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে ট্রলি উল্টে হেল্পার রাশেদুল ইসলাম (৩০) নিহত হয়েছেন। রবিবার দুপুরে নালিতাবাড়ী-শেরপুর সড়কের কাপাশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল শেরপুর সদর উপজেলার গাজীর খামার গ্রামের মোহাম্মদ উল্লাহর ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, রবিবার দুপুরে একটি মালবোঝাই ট্রলি নালিতাবাড়ী শহর থেকে শেরপুরে যাচ্ছিল। কাপাশিয়া এলাকায় আসার পর ট্রলির একটি চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রলিটি উল্টে যায়। এ সময় হেল্পার রাশেদুল ট্রলির নিচে চাপা পড়ে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফসিহুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।