রতন সিং, দিনাজপুর: ভূমি রেকর্ড ও ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়নে নাগরিক সমাজের করণীয় শীর্ষক কর্মশালা মঙ্গলবার দিনাজপুরে অনুষ্ঠিত হয়। এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) উদ্যোগে ও কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশনের (সিডিএ) সহযোগিতায় দিনাজপুর জেনারেল হাসপাতালের শহীদ ডাঃ আব্দুল জব্বার কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সিডিএ’র নির্বাহী পরিচালক শাহ-ই-মবিন জিন্নাহের সভাপতিত্বে কর্মশালার প্রধান অতিথি হিসেবে ভূমি রেকর্ড ও ভূমি ব্যবস্থাপনার উপর বক্তব্য রাখেন ভূমি রেকর্ড অধিদপ্তরের পরিচালক (রেকর্ড) অতিরিক্ত সচিব ফায়েকুজ্জামান চৌধুরী। বক্তব্য রাখেন দিনাজপুরের জোনাল সেটেলমেন্ট অফিসার মোঃ জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তৌফিক ইমাম, এএলআরডির মির্জা আজিম হায়দার ও একেএম বুলবুল আহমেদ।
কর্মশালায় ভূমি রেকর্ড সংরক্ষণে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা উল্লেখ করে পরিচালক ফায়েকুজ্জামান চৌধুরী বলেন, ডিজিটাল পদ্ধতিতে ভূমি রেকর্ডের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় আধুনিক ও গ্রহণযোগ্য পদ্ধতির প্রযুক্তি ব্যবহৃত হবে। এর ফলে ভূমি সংক্রান্ত জটিলতা ও বিরোধ নিস্পত্তি হবে সহজেই।
কর্মশালায় অধুনালুপ্ত ছিটমহলের বাসিন্দাসহ নাগরিক সমাজের বিভিন্নস্তরের প্রতিনিধিরা অংশ নেন।