গ্রাম-বাংলার বিয়ের একটি আকর্ষণীয় আনন্দপর্ব কাদামাটির মাখানো। কনের স্নানের দিন দাদা-দাদি, নানা-নানি, নাতি-নাতনিরা মিলে গায়ে কাদা মেখে আনন্দ করেন। খাদা-খেড় নামে পরিচিত এ পর্বটা আজকাল তেমন দেখা যায় না। ১৭ জানুয়ারি ঝিনাইদহ সদরের দুর্গাপুর গ্রামে কনের আত্মীয়স্বজনদের কাদা মাখামাখি করে আনন্দ করতে দেখা যায়। ছবি: জাহিদুর রহমান তারিক