রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): শিশুদের মানসিক বিকাশ ও লেখাপড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করার লক্ষে প্রতিবন্ধী স্কুলের উদ্যোগে বাক প্রতিবন্ধী এবং ছিন্নমূল শিশুদের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষা উদ্যোক্তা আঃ লতিফ খসরু।
বুধবার দুপুরে উপজেলার ২নং আমরাজুরি ইউনিয়নের আবাসন প্রকল্পে বসবাসরত ৫০ জন প্রতিবন্ধী ও ছিন্নমূল শিশুরা বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার দেওয়া হয়। পরে অংশগ্রহণকরী সকল শিশুদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষা উদ্যোক্তা আব্দুল লতিফ খসরু। অংশগ্রহণকারী সকল প্রতিযোগিদের শান্তনা পুরস্কার দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন আবাসন প্রকল্পের সভাপতি মোঃ চান মিয়া, ইউপি সদস্য মহাদেব আচার্য্য এবং প্রতিবন্ধী ও ছিন্নমূল শিশুদের অভিভাবকগণ। এই অনুষ্ঠানের খবর পেয়ে সকাল থেকে আশেপাশের গ্রাম থেকে লোক জমায়েত হয় ঐ আবাসনে। এ সময় শিশুরা আনন্দ উৎসব ও হৈ-হুল্লোড় করে সময় পার করে। এর আগে অগ্নিঝরা মাসকে স্বাগত জানিয়ে শিশুরা পতাকা মিছিল করে।
শিক্ষা উদ্যোক্তা আঃ লতিফ খসরু বলনে, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে যখন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতি অনুষ্ঠান হচ্ছে। ঠিক তখনই এই সব বঞ্চিত শিশুদের একটু আনন্দ দিতে এই উদ্যোগ। এই কাজটি করতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি।