সাতক্ষীরায় পত্রিকা অফিস ও সাংবাদিকদের বাড়িঘরে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ

সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরার জনপ্রিয় দৈনিক পত্রিকা পত্রদূত, কালের চিত্র অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা। দৈনিক কালের চিত্র পত্রিকার ব্যাবস্থাপনা সম্পাদক আশরাফুল ইসলাম জানান, সোমবার বিকালের পর থেকে অস্থিরতা চলাকালীন সময়ে শতাধিক লাঠিসোঠাধারী সাতক্ষীরা-যশোর সড়কের দৈনিক কালের চিত্র অফিসে হামলা চালায় এবং অফিস চুর্ণবিচুর্ণ করে দেয়। আগে থেকে সাংবাদিকরা সরে যেতে পারায় সাংবাদিকরা সেখাতে হতাহত না হলেও ওই দলের সাথে আরও লোকজন যুক্ত হয়ে পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদের পলাশপোলের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। দ্রুত সরে যেতে পারায় সেখানেও কেউ আহত হয়নি। তবে আক্রমনকারীরা মঙ্গলবার সকালে আবারও এসে স্থাপনা দেয়।
দৈনিক পত্রদূত পত্রিকার চীফ রিপোর্টার আব্দুস সামাদ জানান, সন্ধ্যার আগে আগে সঙ্গবদ্ধ হামলায় ক্ষতিগ্রস্থ হয়েছে দৈনিক পত্রদূত অফিস। তারা পেট্রোল দিয়ে সম্পাদকের কার্যালয়সহ দুটি কক্ষ জ্বালিয়ে দেয় এরপর ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভিন সেজুতির নতুন মাইক্রোবাস পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিয়ে ভস্মিভূত করে দেয়।
এছাড়া তালা প্রেসক্লাবের সভাপতি ও তালা নিউজের সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলুর বাড়ি ভাঙচুর করে।
কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকারুজ্জামান জিল্লু জানান, সোমবার দলবদ্ধ লোকজন মিছিল নিয়ে যাওয়ার সময় কলারোয়া প্রেসক্লাবে হামলা চালায়। সেখানে এখন কোন আসবাব পত্র আর নেই।
উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম ও সাধারণ সম্পাদক হুদা মালী হামলা ভাঙচুরের ছবি ও সংবাদ সংগ্রহকালে কর্তব্যরত অবস্থায় হামলার শিকার হয়। এসময় দলবদ্ধ হামলাকারীরা দুইজনের মোবাইল ফোনও কেড়ে নেয় বলে জানান, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম।
সাতক্ষীরার উপ-শহর কদমতলায় হামলার শিকার হয়েছে দৈনিক পত্রদূতের প্রতিনিধি সেলিম হোসেন হামলার শিকার হয়েছে।
সাতক্ষীরার সিনিয়র সাংবাদিক দিলীপ কুমার দেব জানান, তিনিসহ অনেক সাংবাদিক অনেক আতংক ও ভয়ের মধ্যে আছে। যে কোন দুর্ঘটনা এড়ানোর জন্য প্রশাসন ও আইন শৃংখলার দায়িত্বে থাকা ব্যাক্তিদের সহযোগিতা চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.