উচ্চ রক্তচাপজনিত রোগ মোকাবিলায় বাজেট বাড়ানোর তাগিদ

দেশে উচ্চ রক্তচাপ ও এর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন অসংক্রামক রোগে আক্রান্তের সংখ্যা এবং মৃত্যু উদ্বেগজনকভাবে বাড়ছে। উচ্চ রক্তচাপের প্রকোপ কমাতে তৃণমূল পর্যায়ে বিনামূল্যে ওষুধ বিতরণ শুরু হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল হওয়ায়  রোগ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারছে না।  পরিস্থিতির  উন্নয়নের জন্য তৃণমূল পর্যায়ের সব স্বাস্থ্যকেন্দ্রে উচ্চ রক্তচাপের ওষুধ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। এজন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দের ওপরও গুরুত্ব দিয়েছেন তারা।

শনিবার (২২ ফেব্রুয়ারি) “উচ্চ রক্তচাপ মোকাবিলায় বাজেট বৃদ্ধির প্রয়োজনীয়তা: বাংলাদেশ প্রেক্ষিত” শীর্ষক এক সাংবাদিক কর্মশালায় এসব সুপারিশ তুলে ধরা হয়।

গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই)-এর সহযোগিতায় প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) আয়োজিত এ  কর্মশালায় সিলেট বিভাগের ৪৭ জন সাংবাদিক অংশ নেন।

কর্মশালায় জানানো হয়, বাংলাদেশে মোট মৃত্যুর ৭১ শতাংশের জন্য দায়ী বিভিন্ন অসংক্রামক রোগ। এর মধ্যে রয়েছে হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার, কিডনি রোগ, শ্বাসতন্ত্রের রোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ইত্যাদি। তবে এসব রোগ মোকাবিলায় অর্থ বরাদ্দের পরিমাণ মোট স্বাস্থ্য বাজেটের মাত্র ৪.২ শতাংশ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৪ সালে প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশে অসংক্রামক রোগ মোকাবিলায় ওষুধের সরবরাহ নিয়মিত রাখার বিষয়টিকে প্রাথমিক চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, প্রাথমিক স্বাস্থ্যসেবার অংশ হিসেবে অসংক্রামক রোগ মোকাবেলায় বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ। তবে এ খাতে অর্থ বরাদ্দ এবং বরাদ্দকৃত অর্থ ব্যবহারে বাংলাদেশের প্রতিশ্রুতির প্রতিফলন ঘটছে না।

কর্মশালায় আলোচনায় অংশ নেন প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের। বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন প্রজ্ঞা’র পরিচালক মো. শাহেদুল আলম এবং কোঅর্ডিনেটর সাদিয়া গালিবা প্রভা।

প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.