বেলাল হোসেন জুয়েল, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা যুবলীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা যুবলীগ এ সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল্লা আল-মামুন। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট আনোয়ারুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট একেএম নুরুল আমিন রাজু ও জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক এ্যাডভোকেট রহমত উল্যাহ বিপ্লব।
উপজেলা যুবলীগের সভাপতি ফজলুল হক সবুজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহসান উল্যাহ হিরণের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহসভাপতি জিয়া উদ্দিন ফারুক, গিয়াস উদ্দিন মোল্লা, কফিল উদ্দিন বিপ্লব, মো. ইব্রাহীম, যুগ্ম-সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন বাপ্পী, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সাগর, শিক্ষা ও গবেষণা সম্পাদক ছালেহ উদ্দিন সুমন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ডা. মুরাদ হোসেন, যুবলীগ নেতা মুনসুর মোল্লা, মাহফুজুর রহমান, সেলিম মেম্বার, আনিচল হক হৃদয়, স্বপন বাঘা, এমরান হোসেন মঞ্জুর, জসিম উদ্দিন, জহির উদ্দিন ভূঁইয়া ও আলমগীর হোসেন প্রমুখ।