কবিকুঞ্জ পদক পাচ্ছেন আতাউল হক সিদ্দিকী ও অনীক মাহমুদ

স্মরণ সরকার, রাজশাহী: প্রতি বছরের মতো এবারও ‘কবিকুঞ্জ পদক ২০১৫’ ঘোষণা করেছে কবি ও কবিতার সংগঠন কবিকুঞ্জ।

আজ সোমবার দুপুরে পদকপ্রাপ্তদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

পদকপ্রাপ্ত দুজনের নাম ঘোষণা করেন কবিকুঞ্জের সভাপতি রুহুল আমিন প্রামাণিক ও সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার। আগামী ২৭ ও ২৮ নভেম্বর রাজশাহীতে দুদিনব্যাপী কবিকুঞ্জ আয়োজিত জীবনানন্দ কবিতামেলায় এ পদক প্রদান করা হবে।

rajshahi kobikunjo podok 2015
কবি আতাউল হক সিদ্দিকী ও গবেষক অনীক মাহমুদ।

 

এবারে বাংলা কবিতায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ কবি আতাউল হক সিদ্দিকী ও বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় গবেষণায় কৃতিত্বপূর্ণ অবদান রাখায় ড. অনীক মাহমুদকে কবিকুঞ্জ পদক প্রদান করা হবে।

আগামী ২৮ নভেম্বর কবিতামেলার সমাপনী অনুষ্ঠানে পদকপ্রাপ্ত দুই গুণীজনকে আনুষ্ঠানিকভাবে পদক, সম্মাননাপত্র ও অর্থমূল্য পঁচিশ হাজার টাকা প্রদান করা হবে। সোমবার কবিকুঞ্জের যুগ্মসাধারণ সম্পাদক শামীম হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.