গফরগাঁওয়ে মেয়র পদে ২, কাউন্সিলর পদে ৪৯ প্রার্থী

আতাউর রহমান মিন্টু, গফরগাঁও (ময়মনসিংহ): গফরগাঁও পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে গতকাল বৃহস্পতিবার মেয়র পদে দুজন, নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৭ জন ও তিনটি সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা তাদের সর্মথকদের নিয়ে রির্টানিং অফিসারের কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন।

gafargaon paura nomination
মনোনয়নপত্র জমা দিচ্ছেন ইকবাল হোসেন সুমন।

আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী ইকবাল হোসেন সুমন গফরগাঁওয়ের সাবেক এমপি আলতাফ হোসেন গোলন্দাজের কবর জিয়ারত ও দোয়া মাহফিল শেষে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, সাবেক মেয়র মন্জুর মিয়া,পৌরসভা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হালিম মানিক, সাধারণ সম্পাদক মতিউর রহমান বাবুল।

একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় বিএনপি দলীয় মেযরপ্রার্থী শাহ আব্দুল্লাহ আল মামুন মনোনয়নপত্র দাখিলের জন্য রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাননি। তার পরিবর্তে তার সর্মথক মাইনউদ্দিন পাঠান মনোনয়নপত্র দাখিল করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.