আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা: সাতক্ষীরায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে আচরণবিধি লংঘনের অভিযোগ পাওয়া গেছে।
আচারণবিধি লংঘন করে আজ শনিবার সাড়ে ১১টায় তিনি সমর্থকসহ অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তার সমর্থকরা ভোট চেয়ে স্লোগান দেন।

এ ব্যাপরে স্বতন্ত্র প্রার্থী নাসিম ফারুক খান মিঠু অভিযোগ করে বলেন, ক্ষমতাসীন দলের প্রার্থী হওয়ায় তিনি আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন। তিনি আরো বলেন, এ ব্যাপারে রিটার্নিং অফিসারকে জানানো হয়েছে।
মেয়রপ্রার্থী শাহাদাৎ হোসেন মোটরসাইকেল শোভাযাত্রার কথা স্বীকার করে বলেন, ২৫-৩০টি মোটরসাইলে নিয়ে শোভযাত্রা করলে আচরন বিধি লঙ্ঘন হয় না।
এ ব্যাপারে সাতক্ষীরার ভারপ্রাপ্ত রিটার্নিং অফিসার মনিরা সুলতানা জানান, ঘটনাটি তিনি শুনেছেন। এ ব্যাপারে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্র্রহণ করবেন বলে জানান।
কাউন্সিলর প্রার্থীর পাঁচ হাজার টাকা জরিমানা
সাতক্ষীরা পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ওসমান গনি মিন্টুকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে তাকে এ জরিমানা করা হয়।
ভারপ্রাপ্ত রিটার্নিং অফিসার মনিরা সুলতানা জানান, ওসমান গনি মিন্টু শহরের ফুড গোডাউন মোড়ে ভোটারদের মাঝে গেঞ্জি বিতরণ করছিলেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পান। এর প্রেক্ষিতে নির্বাচন কমিশন আইনের ১৭/ক ধারায় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে ওসমান গনি বলেন,ওই এলাকায় একটি ছেলে ফেরি করে গেঞ্জি বিক্রি করছিল। ষড়যন্ত্রমুলকভাবে তাকে দিয়ে তার নাম বলানো হয়েছে।