স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদী পৌরসভায় বিএনপি প্রার্থী মকলেছুর রহমান বাবলুকে নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগের ব্যাখ্যা প্রদানের জন্য চিঠি পাঠিয়েছেন রিটার্নিং অফিসার।
রিটার্নিং অফিসার সাইফুল ইসলামের পাঠানো এ চিঠিতে বাবলুর বিরুদ্ধে আচরণবিধি লংঘনের দুটি অভিযোগ আনা হয়েছে।
অভিযোগের মধ্যে রয়েছে অনুমোদিত সময়ের আগে নির্বাচনী প্রচারণা করা এবং প্রচারণায় পৌরসভার লোগো ব্যবহার করা। পৌরসভা (নির্বাচন) বিধিমালা ২০১৫ এর বিধি ৫ ও ২২(২) লংঘন করায় কেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না তার ব্যাখ্যা প্রদানের জন্য বলা হয়েছে বাবুলকে।
নির্বাচন অফিস সূত্র জানায়, মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদ মিন্টু ৭ ডিসেম্বর লিখিতভাবে বিএনপি প্রার্থী মকলেছুর রহমান বাবলুর বিরুদ্ধে আচরণবিধি লংঘনের অভিযোগ দাখিল করেন।
মিন্টু লিখিত অভিযোগে জানান, মকলেছুর রহমান বাবলু মেয়র থাকা অবস্থায় স্থানীয় বিভিন্ন পত্র-পত্রিকায় পৌরসভার লোগো ব্যবহার করে ২০১১ হতে ২০১৫ সময়ের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছেন এবং পৌরসভার লোগো নির্বাচনী প্রচারণায় ব্যবহার করছেন।