প্রতিনিধি, রায়পুর (লক্ষ্মীপুর): রায়পুর পৌরসভা নির্বাচন নিয়ে লক্ষ্মীপুরের আলোচিত আওয়ামী লীগ নেতা আবু তাহেরকে জড়িয়ে সংবাদপত্রে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেছেন রায়পুরে মেয়র প্রার্থী।
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী (নৌকা) ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল খোকনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি সংবাদটিকে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত দাবি করেছেন।
রায়পুরের নির্বাচনে ‘তাহের আতঙ্ক’ শিরোনামে ২২ ডিসেম্বর বুধবার দৈনিক প্রথম আলোয় সংবাদটি প্রকাশিত হয়।
সাংবাদিকদের মো. ইসমাইল বলেন, ‘আমি দীর্ঘদিন রাজনীতি করছি। গত নির্বাচনেও মেয়র পদে নির্বাচন করেছি। এবারও দলের মনোনয়ন পেয়েছি। কিন্তু আমার ভায়রা আবু তাহেরকে নিয়ে যে অভিযোগ উঠেছে সেটা আমার জন্য কষ্টকর।’
ইসমাইল খোকন আরো বলেন, ‘আমার আত্মীয় হিসেবে উনি আমার বাড়িতে আসতে পারেন। তিনি নির্বাচনী কাজে লিপ্ত ছিলেন না। কোনো প্রার্থীকে হুমকি-ধামকি দেননি। কিন্তু সেটাকে নিয়ে বিএনপির মেয়র প্রার্থী ইস্যু তৈরি করে পরিস্থিতি ঘোলাটে করতে চাচ্ছেন। নির্বাচনে আমার জয় নিশ্চিত জেনে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য তারা অপপ্রচার চালাচ্ছেন।’
উপজেলা চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার বিএসসি, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জামশেদ কবির বাক্কি বিল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, সাংগঠনিক সম্পাদক শাহাজাহান কামাল, এ্যাড. ইউছুফ জালাল কিসমত, দিদার হোসেন দেলুসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।