হাকিম বাবুল, শেরপুর: চিতাবাঘের থাবায় শেরপুরের শ্রীবরদী পৌরসভার মেয়র মো. আবু সাঈদ (২৯) আহত হয়েছেন।
শ্রীবরদীর তাতিহাটি ইউনিয়নের ষাইট কাকড়া গ্রামে বুধবার সকালে বাঘের আক্রমণের শিকার হন তিনি।
আহত মেয়রকে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শেরপুর জেলা হাসপাতলে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেওয়া হয়।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে ষাইট কাকড়া গ্রামের লোকজন ক্ষেতের পাশে বাঘের মতো কিছু একটা দেখতে পায়। লোকজন তাড়া করলে সেটি একটি শ্যালো পাম্পের ঘরের গর্তে ঢুকে লুকিয়ে পড়ে।
এলাকার উৎসুক লোকজন সেখানে ভীড় করে। পরে পৌর মেয়র আবু সাইদ ও এলাকার শত শত লোক ওই ঘরের কাছে গেলে বাঘটি হঠাৎ মেয়র আবু সাইদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে তার মাথার ডান পাশের কান ও কপালের মাংস ছিড়ে যায়।
এরপর লোকজন লাঠিসোঁটা দিয়ে বাঘটিকে পিটিয়ে মেরে ফেলে। পরে জনতা বাঘটি নিয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনের একটি গাছে ঝুলিয়ে রাখে।
শ্রীবরদী থানার ওসি এস আলম জানান, জনতার নিকট থেকে মৃত বাঘটিকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা পরিষদ চত্বরে রাখা হয়।
এ ব্যাপারে শেরপুরের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. রেজাউল করিম চৌধুরী জানান, বাঘটি লেজসহ লম্বায় আট ফুট। এটি ‘লেপার্ড প্যানথেরা’ প্রজাতির চিতাবাঘ। আমাদের শেরপুরের বনাঞ্চলে এ ধরনের বাঘের অস্তিত্ব নেই। এটি ভারতের বন থেকে আসতে পারে। তিনি জানান, নিয়মানুযায়ী মৃত বাঘটির ময়না তদন্ত করা হবে।