জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: শনিবার অনুষ্ঠিত নির্বাচনে জেলার আটটি ইউনিয়নে মধ্যে আওয়ামী লীগ চারটি, বিএনপি দুটি ও স্বতন্ত্র প্রার্থীরা দুটিতে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
আওয়ামী লীগের বিজয়ী প্রার্থীরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নে আব্দুর রশিদ মিয়া, কুমড়াবাড়িয়া ইউনিয়নে আশরাফুল ইসলাম, গান্না ইউনিয়নে নাসির উদ্দিন মালিতা ও হরিণাকুন্ডুর চাঁদপুর ইউনিয়নে গোলাম মোস্তফা।
বিএনপির বিজয়ী প্রার্থীরা হলেন সাগান্না ইউনিয়নে আলাউদ্দিন আল-মামুন ও মাহারাজপুর ইউনিয়নে খুরশিদ আলম। সাধুহাটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী কাজী নাজির উদ্দিন ও মধুহাটি ইউনিয়নে ফারুক আহমেদ জুয়েল জয়ী হয়েছেন।
নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে সদর উপজেলার রামনগর, জাড়গ্রাম, রাউতাইল, কুমড়াবাড়িয়া পোলিং এজেন্ট বের করে দিয়ে জাল ভোট প্রদানের অভিযোগ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
এদিন হরিণাকুন্ডুর হাকিমপুর ভোটকেন্দ্রে সনজের আলী নামে এক আওয়ামী লীগ সমর্থককে ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভিন। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের পক্ষ থেকে একাধিক মোবাইল টিম মাঠে ছিল।
কুমড়াবাড়িয়ার লেবুতলা কেন্দ্রে জামায়াতের এক স্থানীয় নেতাকে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করতে দেখা গেছে। ভোটারদের বক্তব্য যোগ্য প্রার্থী দিলে বিএনপির প্রার্থীদের পাশ করানো সম্ভব হতো। হলিধানী ইউনিয়নে অচেনা এক ব্যক্তিকে বিএনপি মনোনয়ন দিয়েছে।
একইভাবে সাধুহাটী ইউনিয়নে বিএনপির কোন যোগ্য প্রার্থী ছিল না। গান্না ইউনিয়নে বিএনপি বয়োবৃদ্ধ ব্যক্তিকে প্রার্থী করেছে। সেখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী আজম প্রায় তিন হাজার ভোট পেয়েছে। বিএনপি গান্নায় হেরেছে অল্প ভোটে।