ঝিনাইদহে জলবায়ু বিষয়ক দুর্নীতি বিরোধী মানববন্ধন ও কার্টুন প্রদর্শনী

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহে ট্রান্সপারেন্সি ইটারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) আয়োজনে রবিবার জলবায়ু বিষয়ক কার্টুন প্রদর্শনী ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ঘন্টাব্যাপী মানববন্ধনে জলবায়ু বিষয়ক দুর্নীতি বিরোধী কার্টুন প্রদর্শনী করা হয়।

pic1-jhenaidah
ঝিনাইদহে জলবায়ু বিষয়ক দুর্নীতি বিরোধী মানববন্ধন ও কার্টুন প্রদর্শনী|

এতে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি আবু তাহের, সদস্য এন এম শাহজালাল, শরিফাতুন্নেছা, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালেরকন্ঠের ঝিনাইদহ প্রতিনিধি এম সাইফুল মাবুদ, শিশুকুঞ্জ স্কুল এ্যান্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক আব্বাস উদ্দিন, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুর রহমানসহ শিক্ষক, মানবাধিকার কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তি বাস্তবায়ন, জলবায়ু তহবিলের স্বছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের উপর জোর দিয়ে বক্তারা বলেন, জলবায়ু পরিবতর্নের ক্ষতিপূরণ হিসাবে ঋণ না, অনুদান দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.