জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহে ট্রান্সপারেন্সি ইটারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) আয়োজনে রবিবার জলবায়ু বিষয়ক কার্টুন প্রদর্শনী ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ঘন্টাব্যাপী মানববন্ধনে জলবায়ু বিষয়ক দুর্নীতি বিরোধী কার্টুন প্রদর্শনী করা হয়।
এতে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি আবু তাহের, সদস্য এন এম শাহজালাল, শরিফাতুন্নেছা, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালেরকন্ঠের ঝিনাইদহ প্রতিনিধি এম সাইফুল মাবুদ, শিশুকুঞ্জ স্কুল এ্যান্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক আব্বাস উদ্দিন, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুর রহমানসহ শিক্ষক, মানবাধিকার কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তি বাস্তবায়ন, জলবায়ু তহবিলের স্বছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের উপর জোর দিয়ে বক্তারা বলেন, জলবায়ু পরিবতর্নের ক্ষতিপূরণ হিসাবে ঋণ না, অনুদান দিতে হবে।