রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পিরোজপুরের কাউখালী উপজেলায় এবার পাসের হার ৯৯ দশমিক ৮২শতাংশ। উপজেলায় ১২০৮ জন পরীক্ষায় অংশ নেয়। পাস করে ১২০০জন। বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও। উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ৯২জন। এর মধ্যে বালক ২৬ জন এবং বালিকা ৬৬ জন। জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।
ফলাফলে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলার মধ্যে সাফল্যের শীর্ষে রয়েছে। এই স্কুল থেকে ৯৯ জন পরীক্ষায় অংশ নেয়। ৩৪ জন জিপিএ-৫; ৫৮ জন জিপি-এ; ৭ জন জিপি এ মাইনাসসহ শতভাগ পাস করেছে। বিগত বছরগুলোতেও এই বিদ্যালয়ে শতভাগ পাস করার রেকর্ড রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় বলেন, শিক্ষকদের আন্তরিক পাঠদান এবং শিক্ষার্থী ও অভিভাবকদের ঐকান্তিক প্রচেষ্টায় ভাল ফলাফল করা সম্ভব হয়েছে। তিনি বলেন, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টাই সাফল্যের প্রধান মাপকাঠি।