গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় মেয়র পদে ৫ জন

Gopalganj Election Photo
মনোনয়নপত্র জমা দিচ্ছেন কাজী লিয়াকত আলী লেকু।

হায়দার হোসেন, গোপালগঞ্জ: পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী কাজী লিয়াকত আলী লেকু ও টুঙ্গিপাড়া পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী শেখ আহম্মদ হোসেন মীর্জা রিটানিং অফিসারের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন। এরপর বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরগণ তাদের মনোনয়ন পত্র জমা দেন।

এদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গোপালগঞ্জ পৌরসভায় বর্তমান মেয়র রেজাউল হক সিকদার রাজু ও মুশফিকুর রহমান লিটন এবং টুঙ্গিপাড়া পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী ফোরকান বিশ্বাস মনোনয়নপত্র জমা দেন। তবে টুঙ্গিপাড়া পৌরসভায় বিএনপির কোন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেননি।

এর আগে সকালে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া পৌরসভার আওয়ামী লীগের প্রার্থীরা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনের সমাধিসৌধে শ্রদ্ধা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.