প্রতিনিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী সাবেক পৌর মেয়র আজাদ উদ্দিন চৌধুরীকে দু’বছর আগের একটি মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
একই মামলায় রামগতি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু নাছেরকেও কারাগারে পাঠানো হয়।
সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় আজ রোববার দুপুরে লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে বিচারিক হাকিম মো. মনির হোসেন জামিন না-মঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০১৩ সালের ডিসেম্বর মাসে রামগতি পৌর শহরে দুই পক্ষের মধ্যে সংর্ঘষ হয়। এ ঘটনায় ফরিদ আহাম্মদ নামের একজন রামগতি পৌরসভার সাবেক মেয়র আজাদ উদ্দিন চৌধুরীসহ ৮১ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।
ওই মামলার ৫২ জন আসামি আজ আদালতে হাজিরা দিতে আসেন।
আসামি পক্ষের আইনজীবী এ্যাডভোকেট রহমত উল্যাহ বিপ্লব আজাদ উদ্দিন চৌধুরীর জামিন না-মঞ্জুর হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।