হাকিম বাবুল, শেরপুর: শেরপুর জেলার চার পৌরসভার বেসরকারি ফলাফলে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থীরা।
শেরপুর পৌরসভায় আওয়ামী লীগের গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ২৩ হাজার ৪০৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আব্দুর রাজ্জাক আশীষ মাত্র ২৬৭ কম পেয়ে দ্বিতীয় হয়েছেন। তিনি পেয়েছেন ২৩ হাজার ১৪০ ভোট।
নকলা পৌরসভায় আওয়ামী লীগের হাফিজুর রহমান লিটন ৭ হাজার ৭০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী নূরে আলম সিদ্দিকী উৎপল পেয়েছেন ৫ হাজার ১২৩ ভোট। বিএনপির প্রার্থী সর্বশেষ মেয়র মোখলেছুর রহমান তারা পেয়েছেন ৪ হাজার ৮৫৫ ভোট।
শ্রীবরদী পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী মো. আবু সাইদ ৭ হাজার ৪২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. আব্দুল হাকিম পেয়েছেন ৬ হাজার ৭৭৭ ভোট। আব্দুল হাকিম এ পৌরসভার সর্বশেষ মেয়র। বিএনপির বিদ্রোহী প্রার্থী আবু রায়হান মোহাম্মদ আল বেরুনী পেয়েছেন মাত্র ৫১০ ভোট।
নালিতাবাড়ী পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী আবু বকর সিদ্দিক ওরফে বাক্কার ৪ হাজার ৭২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সর্বশেষ মেয়র বিএনপির মো. আনোয়ার হোসেন পেয়েছেন ৩ হাজার ৮৭১ ভোট। আওয়ামী লীগের বিদ্রোহী সাবেক মেয়র আব্দুল হালিম উকিল পেয়েছেন ৩ হাজার ১৯২ ভোট।