প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাট ও মোড়েলগঞ্জ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
বাগেরহাট পৌরসভায় হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে। আওয়ামী লীগ প্রার্থী খান হাবিবুর রহমান নৌকা প্রতীকে মেয়র পদে ৯ হাজার ৯৭১ ভোট পেয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী মিনা হাসিবুল হাসান শিপন মোবাইল প্রতীক নিয়ে ৯ হাজার ৮৫৭ ভোট পেয়েছেন।
মোড়েলগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী মনিরুল হক তালুকদার নৌকা প্রতীকে ৭ হাজার ৮১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এখানে ধানের শীষ প্রতীকে বিএনপির আব্দুল মজিদ জব্বার ১ হাজার ৩৯৩ ভোট পেয়েছেন।