বেলাল হোসেন জুয়েল, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী এম মেজবাহ উদ্দিন মেজু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
জেলা আ. লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম মেজবাহ উদ্দিন মেজু পেয়েছেন ৯ হাজার ৮৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আজাদ উদ্দিন চৌধুরী পেয়েছেন এক হাজার ৬১২ ভোট।
রায়পুর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ইসমাইল হোসেন খোকন বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১৩ হাজার ৮৪৬ ভোট।
এ পৌরসভায় বিএনপি প্রার্থী এবিএম জিলানী পেয়েছেন ৬৯০ ভোট