নিজেদের ‘ঘাঁটিতে’ জামানত খোয়ালেন ধানের শীষের প্রার্থীরা

বেলাল হোসেন জুয়েল, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের তিনটি পৌরসভার সব ক’টিতেই জামানত হারিয়েছেন বিএনপির মেয়র প্রার্থীরা।

বিএনপির ‘ঘাঁটি’ হিসেবে খ্যাত এ জেলার তিন পৌরসভাতেই জয় পায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা। বুধবারের পৌর নির্বাচনে রামগতি ও রায়পুরে দুই বিএনপি প্রার্থীর প্রাপ্ত ভোট হাজার অতিক্রম করেনি।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, রামগতি পৌরসভার মোট প্রদত্ত ১১ হাজার ৩৮৬ ভোটের মধ্যে বিএনপির মেয়র প্রার্থী শাহেদ আলী পটু (ধানের শীষ) ৯১৬ ভোট পান। এখানে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম মেজবাহ উদ্দিন মেজু (নৌকা) ৯ হাজার ৮৫৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন।

রামগঞ্জ পৌরসভার মোট প্রদত্ত ২৩ হাজার ৫২৫ ভোটের মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী রোমান হোসেন পাটওয়ারী (ধানের শীষ) পান ২ হাজার ২৩৯ ভোট।  এ পৌরসভায় ১৯ হাজার ৬৫৭ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের পাটওয়ারী (নৌকা)।

রায়পুর পৌরসভার মোট প্রদত্ত ভোটের সংখ্যা ১৪ হাজার ৯৩৩। এখানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইসমাইল হোসেন খোকন (নৌকা) ১৩ হাজার ৮৪৬ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হলেও বিএনপি মনোনীত প্রার্থী এবিএম জিলানী (ধানের শীষ) পেয়েছেন মাত্র ৬৯০ ভোট।

জেলা নির্বাচন কর্মকর্তা সোহেল সামাদ জানান, নির্বাচন কমিশনের বিধি অনুয়ায়ী কোনো প্রার্থী তার প্রতিদ্বন্দ্বী আসনের মোট প্রদত্ত ভোটের আটভাগের একভাগ না পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়ে যায়। সে অনুযায়ী তারা জামানত হারিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.